প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের সংযোগকারী গুরুত্বপূর্ণ পানামা খাল নিয়ে নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খাল দিয়ে জাহাজ পারাপারের জন্য নেওয়া “অন্যায্য” ফি নিয়ে সমালোচনা করেছেন এবং খালের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের হুমকি দিয়েছেন। এ ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো।
তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, মুলিনো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে জানান, পানামা খাল এবং এর চারপাশের প্রতিটি ইঞ্চি জমি পানামার সার্বভৌম অঞ্চলের অংশ এবং তা সুরক্ষিত থাকবে।
মুলিনো আরও বলেন, ট্রাম্পের মন্তব্য পানামার স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরোধী। তবে তিনি সরাসরি ট্রাম্পের নাম উল্লেখ না করেই এই প্রতিক্রিয়া জানিয়েছেন। পানামার প্রেসিডেন্টের এই বিবৃতি যুক্তরাষ্ট্র ও পানামার মধ্যে সম্পর্কের নতুন প্রশ্ন তুলেছে।
Leave a Reply