মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পানামা খালের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার হুমকির জবাবে সাফ জানিয়েছেন, “পানামা খাল পানামাবাসীর অধিকার।”
সোমবার (২৩ ডিসেম্বর) একটি সংবাদ সম্মেলনে শেইনবাউম এই মন্তব্য করেন বলে জানিয়েছে সিএনএন। ট্রাম্প সম্প্রতি অভিযোগ করেছিলেন, পানামা খালের মাধ্যমে পারাপারের সময় যুক্তরাষ্ট্রের জাহাজগুলোর ওপর “অন্যায্য” ফি আরোপ করা হচ্ছে। তিনি খালের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করার ইঙ্গিতও দিয়েছিলেন।
ট্রাম্পের এমন বক্তব্যের পর পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনোও কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে তিনি বলেছিলেন, “পানামা খাল এবং এর আশপাশের প্রতিটি ইঞ্চি পানামার এবং তা পানামারই থাকবে।”
পানামার প্রেসিডেন্টের প্রতিক্রিয়ার পর এবার মেক্সিকোর প্রেসিডেন্টও ট্রাম্পের বক্তব্যের বিরুদ্ধে সরব হয়ে জানান, পানামা খালের মালিকানা নিয়ে কোনো ধরণের প্রশ্ন তোলার সুযোগ নেই।
এই মন্তব্যের মাধ্যমে শেইনবাউম ট্রাম্পের বক্তব্যকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন এবং পানামার সার্বভৌমত্বের প্রতি তার দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন।
Leave a Reply