যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক হিসেবে পরিচিত সাদা মাথাওয়ালা ঈগল এবার আনুষ্ঠানিকভাবে দেশটির জাতীয় পাখির স্বীকৃতি পেল। ২৪ ডিসেম্বর, মঙ্গলবার, প্রেসিডেন্ট জো বাইডেন এই সংক্রান্ত একটি বিল সই করেন। এর আগে কংগ্রেসের উভয় কক্ষে বিলটি সমর্থন পায় এবং পাস হয়।
সিনেটর অ্যামি ক্লোবুচার জুলাই মাসে এই বিলটি উত্থাপন করেছিলেন, যা পরে সিনেটে সর্বসম্মতিক্রমে পাস হয়। এর পর হাউস অব রিপ্রেজেন্টেটিভসেও বিলটি অনুমোদিত হয় এবং শেষে প্রেসিডেন্ট বাইডেনের সইয়ের মাধ্যমে সাদা মাথাওয়ালা ঈগল আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের জাতীয় পাখি হিসেবে চিহ্নিত হলো।
১৮৮২ সালে যুক্তরাষ্ট্রের জাতীয় সিলের ডিজাইনে সাদা মাথাওয়ালা ঈগল অন্তর্ভুক্ত হলেও, এতদিন এটি আনুষ্ঠানিকভাবে দেশের জাতীয় পাখি হিসেবে স্বীকৃত হয়নি।
Leave a Reply