বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে, শুধুমাত্র পার্শ্ববর্তী দেশই নয়, দেশের কিছু রাজনৈতিক দলও ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তিনি বলেন, একাত্তরের বিরোধিতাকারীরা এই অস্থিতিশীল পরিস্থিতিকে কাজে লাগিয়ে ফায়দা লুটতে চাইছে।
রোববার (২৯ ডিসেম্বর), জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো শ্রমিক দলের পক্ষ থেকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর সময় রিজভী এই মন্তব্য করেন। তিনি বলেন, দেশের শ্রমজীবী মানুষের দীর্ঘ ১৬ বছরের আন্দোলনের ফলাফল হিসেবে এসেছে জুলাই বিপ্লব, যেখানে ৯৭ জন শ্রমিক তাদের প্রাণ বিসর্জন দিয়েছেন। তাদের আত্মত্যাগ পুরো জাতিকে উজ্জীবিত করেছে।
রিজভী আরও অভিযোগ করেন, বর্তমান সরকারের শাসনামলে এসআলমদের মতো লুটেরারা ব্যাংক ও অর্থনৈতিক প্রতিষ্ঠান দখল করেছে। তাদের উত্তরসূরীরা এখনো একই ধরণের অপকর্মে লিপ্ত। তিনি বলেন, একদিকে বিএনপিকে অপবাদ দেওয়া হচ্ছে, অন্যদিকে পাড়া-মহল্লায় টার্মিনাল ও টেন্ডার দখলসহ নানা দুর্নীতিমূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, ৫ আগস্টের ঘটনার পর জনগণ স্পষ্টভাবে দেখেছে একটি বিশেষ রাজনৈতিক দলের দখলদারিত্বের চিত্র। একাত্তরের বিরোধিতাকারী জামায়াত এই সুযোগে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চেষ্টা চালাচ্ছে।
রিজভী জামায়াতের ইসলাম-ভিত্তিক রাজনীতির সমালোচনা করে বলেন, “ইসলামের নামে বারবার মোনাফেকি করা তাদের স্বভাব। অথচ বিএনপি সবসময় জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থেকে গণতন্ত্র রক্ষার জন্য লড়াই করে এসেছে। ১৯৭১ থেকে শুরু করে এখন পর্যন্ত বিএনপি কখনও গণতন্ত্রের প্রশ্নে আপস করেনি।”
তার অভিযোগ, জামায়াত বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক উন্নত করার জন্য অপকৌশল অবলম্বন করছে এবং এর মাধ্যমে তাদের অতীতের ভূমিকা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে।
Leave a Reply