যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্রবধূ লারা ট্রাম্প সিনেটে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় শনিবার (২১ ডিসেম্বর) তিনি এই সিদ্ধান্ত জানান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সিনেট নির্বাচনে না দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পাশাপাশি লারা ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে জানুয়ারিতে তিনি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তিনি কোনো বড় পদে দায়িত্ব নিতে পারেন।
এর আগে, লারা ট্রাম্প রিপাবলিকান ন্যাশনাল কমিটির (আরএনসি) কো-চেয়ারওমেন হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে এই মাসে তিনি সেই পদ থেকে ইস্তফা দিয়েছেন। অনেকের ধারণা, ফ্লোরিডার বিদায়ী সিনেটর মার্কো রুবিওর স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে তিনি থাকতে পারেন।
লারা ট্রাম্প, যার পুরো নাম লারা লিয়া ইউনাস্কা, ১৯৮২ সালের ১২ অক্টোবর জন্মগ্রহণ করেন। তিনি এরিক ট্রাম্পের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর ট্রাম্প পরিবারের অংশ হন। পেশাগত জীবনে তিনি একজন টেলিভিশন প্রযোজক, প্রচারণা বিশেষজ্ঞ এবং টেলিভিশনের সাবেক উপস্থাপক হিসেবে কাজ করেছেন।
চলতি বছরের মার্চে তিনি রিপাবলিকান ন্যাশনাল কমিটির কো-চেয়ারওমেন নির্বাচিত হন এবং এ দায়িত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। জানুয়ারিতে তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ঘোষণা আসার অপেক্ষায় আছেন সবাই।
Leave a Reply