বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সামনে নতুন একটি সুযোগ এসেছে যা সঠিকভাবে কাজে লাগিয়ে সত্যিকারের গণতান্ত্রিক, আধুনিক এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠন সম্ভব।
শনিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “১৯৭১ সালের এই দিনে আমরা জাতির সেরা সন্তানদের হারিয়েছি, যারা স্বাধীন বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাদের আত্মত্যাগের স্মরণে আমাদের শপথ নিতে হবে, যেন দেশের মানুষ সত্যিকারের স্বাধীনতা, গণতন্ত্র এবং সমৃদ্ধি লাভ করতে পারে।”
মির্জা ফখরুল আরও বলেন, “১৯৭১ সালে জাতির প্রত্যাশা ছিল একটি স্বাধীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র। আমাদের লক্ষ্য সেই প্রত্যাশা পূরণ করা। জাতির জনক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে স্বাধীনতার ভিত্তি স্থাপন করেছিলেন, তা এখনো পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি।”
তিনি জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। তাদের আত্মার মাগফিরাত কামনা করে তিনি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “আমরা সবসময় আশাবাদী। জনগণের ইচ্ছার ভিত্তিতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করবে।”
শ্রদ্ধা নিবেদনের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা এবং বিপুল সংখ্যক দলীয় কর্মী উপস্থিত ছিলেন।
শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে মির্জা ফখরুল বলেন, এই ত্যাগের ইতিহাস আমাদের নতুন প্রজন্মের কাছে পৌঁছাতে হবে। বৈষম্যহীন রাষ্ট্র গঠনের যে স্বপ্ন ছিল, তা বাস্তবায়ন করাই আমাদের একমাত্র লক্ষ্য।
Leave a Reply