শিরোনাম
“দ্রুত নির্বাচন দিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠান দুর্বল করার সুযোগ দেওয়া হবে না” — এনসিপি নেতা পাটওয়ারী নির্বাচন ছাড়া সরকার থাকলে ফ্যাসিবাদ জন্ম নেয়: বিএনপি নেতা আব্দুস সালাম চীনে হাফ-ম্যারাথনে মানুষের সঙ্গে দৌড়াল ২১টি রোবট সৌদি যুবরাজের আমন্ত্রণে রিয়াদ সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি বাংলাদেশের স্বাস্থ্য খাতে ১৩৮ মিলিয়ন ডলার সহায়তা দেবে চীন সিলেট টেস্ট: দ্বিতীয় সেশনে চাপে বাংলাদেশ, চা-বিরতিতে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ ১৫৪ ‘স্নো হোয়াইট’ লেবাননে মুক্তি পাচ্ছে না, কারণ গ্যাল গ্যাদত দাবি পূরণে ৪৮ ঘণ্টার আলটিমেটাম পলিটেকনিক শিক্ষার্থীদের নব্য ফ্যাসিবাদ রুখতে রক্তদানের আহ্বান জি এম কাদেরের বিশ্ববিদ্যালয় ছাত্র পারভেজ হত্যা: ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের

গাইবান্ধায় বিয়ে করতে যাওয়ার পথে বরের ওপর সাবেক স্ত্রীর হামলা

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৮১ বার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বাসিন্দা শফিকুল ইসলাম (২৫)। প্রথমে পারভীন খাতুন (২০) নামের নারীকে বিয়ে করে তালাক দেন। এরপর দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার পথে তার উপর হামলা করেছে সাবেক স্ত্রী পারভীন ও তার স্বজনরা। এসময় বর শফিকুলসহ তার যাত্রীদের পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে।

শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর (ফকিরপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, গত ২০২২ সালের জানুয়ারিতে ফকিরপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম পাসার মেয়ে পারভীন খাতুনের সঙ্গে রসুলপুর (মধ্যপাড়া) গ্রামের জাহিদুল ইসলামের ছেলে শফিকুল ইসলামের বিয়ে হয়। এতে দেনমোহর করা হয় ৪ লাখ টাকা। তাদের দাম্পত্য জীবনে প্রায় আড়াই বছর পার হওয়ার পর প্রায় তিন মাস আগে পারভীনকে তালাক দেয়। তবে তালাক দেওয়া হলেও ওই দেনমোহরের টাকা পরিশোধ করেনি শফিকুল ইসলাম।

এরই একপর্যায়ে জামালপুর ইউনিয়নের পাতিল্যাকুড়া-চকদাড়িয়া (উত্তরপাড়া) গ্রামে দ্বিতীয় বিয়ে ঠিকঠাক হয় শফিকুলের। শুক্রবার সন্ধ্যার দিকে শফিকুল ইসলাম তার লোকজন নিয়ে এই দ্বিতীয় বিয়ে করতে মাইক্রোযোগে রওনা হয়। পথিমধ্যে ফকিরপাড়া নামকস্থানে পৌঁছিলে সাবেক স্ত্রী পারভীন ও তার লোকজন লাঠিসোডা নিয়ে হামলা করে। এসময় শফিকুল ও তার যাত্রীকে গাড়ি থেকে নামিয়ে মারপিট করেছে। এতে এই বর পক্ষের অন্তত ৩ জন আহত হয়। খরব পেয়ে পুলিশ ঘটনা স্থল থেকে শফিকুলকে উদ্ধার করে থানা নিয়ে আসে।

এ ব্যাপারে পারভীন খাতুন বলেন, শফিকুল ইসলাম আমাকে বিয়ে করে আড়াই বছর সংসার করার পর তালাক দিয়েছে। এই তালাকের প্রায় তিন মাস হলেও আমার দেনমোহরের টাকা বুঝিয়ে দেওয়া হয়নি। এই টাকা না দিয়ে দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার পথে শফিকুলকে পথরোধ করা হয়।

রসুলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ছাপের আলী বলেন, সাবেক স্ত্রী পারভীন তার দেনমোহরের দাবিতে শফিকুলকে পথরোধ করেছে।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বর শফিকুল ইসলামকে উদ্ধার করে থানা নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© 2024, All rights reserved.
Developed by Raytahost