নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, বিএনপি বর্তমানে আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে নয়। তিনি জানান, দেশে শুধু ক্ষমতার পালাবদল নয়, সামগ্রিক একটি পরিবর্তনের লক্ষ্যে কাজ করতে হবে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক আলোচনায় মান্না বলেন, “আমরা শুধু ক্ষমতার জন্য লড়াই করছি না। দেশের সামগ্রিক পরিবর্তন চাই, তাই আমরা বরাবরই সংস্কার চেয়ে আসছি। যেই বিএনপি একসময় আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হয়েছিল, তারাও এখন বলছে, এ দলকে নিষিদ্ধের পক্ষে তারা নেই।”
মান্না বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা বর্তমানে ভঙ্গুর। বিদেশি রাষ্ট্রগুলো সহায়তা দিতে সংকোচবোধ করছে। তবে ড. ইউনূস যদি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হন, আন্তর্জাতিক সহায়তা স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে।
মান্না উল্লেখ করেন, “সংস্কার এবং নির্বাচন একে অপরের পরিপূরক। কেউ বলছে, আগে সংস্কার, তারপর ভোট। তবে ভোটও একটি সংস্কার প্রক্রিয়ার অংশ। সরকারকে মিনিমাম কিছু সংস্কার করতে হবে। বিশেষ করে পুলিশ বাহিনীতে সংস্কার এখন অত্যন্ত জরুরি।”
তিনি আরও বলেন, “পরিবর্তনের জন্য অপেক্ষা করতে হয়, এবং এটিই আমাদের লক্ষ্য।”